আজ শুক্রবার ২৪ মে ২০২৪ পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে খাতা বিতরণ করা হলো। যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন মহান মা’বুদ তাদের দান কবুল করুন।
পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আজ (৯ এপ্রিল-২০২৪) মেহেদী বিতরণ করা হয়েছে। পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক মোস্তফা মোঘল ছোট্র সোনামনিদের মাঝে মেহেদী বিতরণ করেন। মেহেদী পেয়ে কোমল মতি শিশুরা আনন্দে উচ্ছাস প্রকাশ করে।
পথের দিশা ভাসমান স্কুলের পক্ষ থেকে বুধবার সকালে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। হাড্ডিপট্রিতে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। এছাড়া পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক […]
পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে গত ২৫ মার্চ ২০২৪ তারিখে বগুড়া রেল স্টেশন হাড্ডিপট্রির সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশত শিশুকে ঈদের নতুন পোষাক উপহার দেওয়া হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মহররম আলী, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ এবং পরিচালক মোস্তফা মোঘল এসময় উপস্থিত ছিলেন। ঈদের নতুন জামা পেয়ে উল্লাস প্রকাশ করে ছোট্র শিশুরা।
পথের দিশা ভাসমান স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থীদের মাঝে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ১০টায় স্কুলব্যাগ বিতরণ করা হয়। তরুণ চিত্রপরিচালক আকতারুল আলম তিনু নিজহাতে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে স্কুলব্যাগ তুলে দেন। আকর্ষনীয় স্কুলব্যাগ উপহার পেয়ে ছোট্র সোনামণিরা খুশিতে নাচতে থাকে। এসময় পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন।
১৫ ডিসেম্বর শুক্রবার সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া রেল স্টেশন বস্তির শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ সুবিধা বঞ্চিত শিশুদের হাতে আকর্ষনীয় চাদর তুলে দেন। পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল এসময় উপস্থিত ছিলেন।
বার্ষিক পরীক্ষা শেষে গত ২ ডিসেম্বর পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়। স্কুলের সকল শিক্ষার্থী বনভোজনে অংশ নেয়। আয়োজনে ছিল সাদা ভাত, ডিম দিয়ে আলুঘাঁটি এবং দই-মিস্টি। শিক্ষার্থীরা নিজেরাই রান্নায় সহযোগিতা করে।
পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া শহরের ৩টি ইয়াতিমখানায় ভলিবল ও নেট উপহার প্রদান করা হয়েছে। কলোনী শেখ ফরিদ ইয়াতিমখানা, মালগ্রাম আহমাদিয়া হাফেজি মাদরাসা ও খান্দার আল-আরাবিয়া ইয়াতিমখানায় ভলিবল বিতরণ করেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ ও পরিচালক মোস্তফা মোঘল। এসময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি শীত মৌসুমে পর্যায়ক্রমে কমপক্ষে ১০টি ইয়াতিমখানায় […]
পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে আজ ১৬ জুন ২০২৩ শুক্রবার সকাল ১০টায় মৌসুমী ফল উৎসব পালন করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি অধ্যাপক মহররম আলী, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, নির্বাহী সদস্য নাহিদ আকতার ও পরিচালক মোস্তফা মোঘল এসময় উপস্থিত ছিলেন।