পথের দিশা ভাসমান স্কুলের আয়োজনে বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শুক্রবার দুপুরে ব্যতিক্রমধর্মী ঈদ পূনর্মিলনী হয়ে গেল বগুড়া পৌর পার্কে। ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অর্ধ শতাধিক পথশিশু ও তাদের মা’দের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
শিশুরা পার্কের নানান ধরনের খেলনা পেয়ে উল্লাসে ফেটে পড়ে। এছাড়াও আয়োজকদের পক্ষ থেকে এসব শিশুদের হাতে দেয়া হয় রঙ বেরঙ এর বেলুন। তারা খুশিতে লাফালাফি করে গোটা পার্ক মাতিয়ে তোলে।
পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি ও ফাঁপোর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথের দিশা’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদ আহমেদ বাবু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারন সম্পাদক গনেশ দাস, আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল আখলাক, ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,
পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহমেদ, মোস্তফা মোঘল, আরিফুর রহমান জুয়েল, খায়রুল বাসার, মোঃ গোলাম মোস্তফা, ডা: ইমরান রাশেদ, এস এম সবুজ মিয়া, নিরব মিয়া, রবিউল ইসলাম, হুমায়ন কবীর জিয়া, মিদুল হাসান, মুরছালিন বাপ্পী, শামীম আহম্মেদ, নাহিদ আকতার, লেমন খান, সজিব, বেলাল, পথের দিশা ভাসমান স্কুলের শিক্ষক নূর ইসলাম প্রমূখ।