• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের কাপড় বিতরণ
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের কাপড় বিতরণ

পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে গত ২৫ মার্চ ২০২৪ তারিখে বগুড়া রেল স্টেশন হাড্ডিপট্রির সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশত শিশুকে ঈদের নতুন পোষাক উপহার দেওয়া হয়।

পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মহররম আলী, সাধারন সম্পাদক শামীম আহম্মেদ এবং পরিচালক মোস্তফা মোঘল এসময় উপস্থিত ছিলেন।

ঈদের নতুন জামা পেয়ে উল্লাস প্রকাশ করে ছোট্র শিশুরা।