পথের দিশা ভাসমান স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থীদের মাঝে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ১০টায় স্কুলব্যাগ বিতরণ করা হয়। তরুণ চিত্রপরিচালক আকতারুল আলম তিনু নিজহাতে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে স্কুলব্যাগ তুলে দেন।
আকর্ষনীয় স্কুলব্যাগ উপহার পেয়ে ছোট্র সোনামণিরা খুশিতে নাচতে থাকে। এসময় পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন।