• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
৩টি ইয়াতিমখানায় ভলিবল উপহার
৩টি ইয়াতিমখানায় ভলিবল উপহার

পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া শহরের ৩টি ইয়াতিমখানায় ভলিবল ও নেট উপহার প্রদান করা হয়েছে।

কলোনী শেখ ফরিদ ইয়াতিমখানা, মালগ্রাম আহমাদিয়া হাফেজি মাদরাসা ও খান্দার আল-আরাবিয়া ইয়াতিমখানায় ভলিবল বিতরণ করেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ ও পরিচালক মোস্তফা মোঘল।

এসময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি শীত মৌসুমে পর্যায়ক্রমে কমপক্ষে ১০টি ইয়াতিমখানায় ভলিবল ও নেটা উপহার প্রদান করা হবে।