• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
পথশিশুদের মাঝে ইফতার বিতরণ
পথশিশুদের মাঝে ইফতার বিতরণ

পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে ২৭ মার্চ সোমবার বিকেলে বগুড়া হাড্ডিপট্রি বাস ষ্ট্যান্ডের পাশের বস্তিতে সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার প্যাকেটে ছিলো গরুর গোস্তের পোলাও, ছোলা বুট, খেজুর এবং জুস।

পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি অধ্যাপক মহররম আলী, সাধারন সম্পাদক শামীম আহমেদ এবং পরিচালক মোস্তফা মোঘল এসময় উপস্থিত ছিলেন।