• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
বস্তির শিশুদের ফল উৎসব
বস্তির শিশুদের ফল উৎসব

গত ১০ জুন শুক্রবার বিকেলে বগুড়া রেল স্টেশন বস্তিতে পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য মৌসুমী ফল উৎসব আয়োজন করা হয়।

উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ এবং লটকন ফর বাচ্চাদের খাওয়ানো হয়।

পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলী, সাধারন সম্পাদক শামীম আহমেদ, ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক মোস্তফা মোঘল এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ছাড়াও বস্তির অর্ধশতাধিক শিশুকে ফল খাওয়ানো হয়।