• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
মুয়াল্লিমদের ঈদ উপহার প্রদান
মুয়াল্লিমদের ঈদ উপহার প্রদান

প্রতি বছরের ন্যায় এবারও বগুড়া শহরের বিভিন্ন প্রান্তে ছহীহ কুরআন শিক্ষাদানকারী সম্মানিত মুয়াল্লিমদের ঈদুল ফিতরের উপহার দিয়েছে পথের দিশা ফাউন্ডেশন।

বুধবার ২৭ এপ্রিল ২০২২ইং সকালে বগুড়া আইন কলেজ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

পথের দিশা ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সাতমাথার সাবেক নির্বাহী সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোস্তফা কামাল, ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়ার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক প্রতীক ওমর, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, পথের দিশা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল, তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, প্রশিক্ষক ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

অনুষ্ঠানে ৫০জন মুয়াল্লিমকে ঈদের উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি আতপ চাল, ১ কেজি চিনি, ৪০০ গ্রাম লাচ্ছা সেমাই, ২০০গ্রাম ভাজা সেমাই, এক প্যাকেট গুড়ো দুধ, একটি সুগন্ধি সাবান।