• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
পথের দিশার স্বাধীনতা দিবস উদযাপন
পথের দিশার স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ-২০২২ শনিবার পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।

সকালে শিশুদের মাঝে চিপস, ললিপপ, বিস্কুট এবং ফলের জুস বিতরণ করা হয়। নবজাগরণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এসব বিতরণ করেন।

বিকেলে শিশুদের মাঝে উন্নত মানের রান্না করা খাবার বিতরণ করেন “মা ও শিশুর কথা” নামের একটি অনলঅইন ভিত্তিক সংগঠন। সংগঠনের পক্ষ থেকে দিলরুবা আক্তার, তানিয়া আক্তার সহ সংগঠনের সদস্যরা শিশুদের হাতে খাবার তুলে দেন।