১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনে মানব মনে ছড়িয়ে পড়েছে ভালোবাসার রঙিন ছোঁয়া। সবাই যখন ভালোবাসা বিনিময়ে মত্ত্ব ঠিক সেই মুহুর্তে সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলো দু’মুঠো খাবার জোগাড় করতে ব্যস্ত। এমন বাস্তবতায় বগুড়ায় হয়ে গেল ভিন্নধর্মী এক আয়োজন। সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন পথের দিশা ফাউন্ডেশন রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য আয়োজন করে নতুন স্বাদের এক অনুষ্ঠান।
বিকেল ৩টার পরপরই রেল বস্তি এলাকায় অবস্থিত পথের দিশা ভাসমান স্কুলের আঙিনা শিশুদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে। প্রায় অর্ধ শত শিশুর হাতে তুলে দেয়া হয় নানান রঙের বেলুন। রঙিন বেলুন পেয়ে উল্লাসে মেতে ওঠে শিশুরা। একে একে সব শিশুর জন্য মজার মজার খেলার আয়োজন করা হয়।
ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, চাচা আপন জান বাঁচা সহ নানা রকম খেলায় দারুণ মুহুর্ত কাটায় শিশুরা। শেষ পর্বে অংশগ্রহনকারী সব শিশুর জন্য আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়। সবশেষে শিশুদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
বসন্তের প্রথম দিনের এই ব্যতিক্রমী আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক গণেশ দাস, সাংবাদিক মাহবুবা লুনা, পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মহররম আলী, সাধারন সম্পাদক শামীম আহমেদ, পরিচালনা কমিটির সদস্য গোলাম মোস্তফা ও স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল।
বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু সুবিধা বঞ্চিত শিশুদের এই আয়োজন উপভোগ করেন।