• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
পথশিশুদের সাথে জন্মদিন পালন
পথশিশুদের সাথে জন্মদিন পালন

বগুড়ার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো: মাসুদুর রহমান (মহান) এর পুত্র মো: আল ময়িজ (মোবাশ্বের) এর চতুর্থ জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১১ জানুয়ারি-২০২২ বিকেলে পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।

জন্মদিনের কেক পেয়ে আনন্দে নেচে ওঠে বস্তির শিশুরা। তারা গান গেয়ে মোবাশ্বেরকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পরে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে মোবাশ্বের এর বাবা-মাসহ প্রিয়জনরা উপস্থিত ছিলেন।