যাত্রা শুরু ২০১৬ :
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বহুল পরিচিত বগুড়া শহরের বিভিন্ন বস্তিতে এরকম সুবিধা বঞ্চিত শিশুর সংখ্যা আসলে কত সেটা বলা মুশকিল। এদের নিয়ে কেউ কখনো সিরিয়াস ভাবে চিন্তা করেনি বলেই হয়ত এদের সংখ্যা নিরূপণের উদ্যোগও নেয়নি কেউ। তবে, আনুমানিক দুই হাজারের অধিক সুবিধা বঞ্চিত শিশু রয়েছে এই শহরে।
এসব শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ২০১৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ঘিরে বগুড়ায় একটি সংগঠনের জন্ম হয়। সাংবাদিক মোস্তফা মোঘল বন্ধুদের সাথে নিয়ে “ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া” নামের এই সংগঠন গড়ে তোলেন। তরুণ চিকিৎসক ডাঃ আব্দুস সামাদের নেতৃত্বে সংগঠনটি অল্পদিনের ব্যবধানে সামাজিক কর্মকান্ডে ব্যাপক সুনাম অর্জন করে।
২০১৬ সালে ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র তৎকালীন সমাজকল্যাণ সম্পাদক ডা: ইমরান রাশেদের নেতৃত্বে “পথের দিশা ভাসমান স্কুল” নামে বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শহরের চেলাপাড়ায় একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। ফেসবুক ফ্রেন্ডস্ সোসাইটি বগুড়া’র সার্বিক তত্বাবধানে পরিচালিত স্কুলটি পরবর্তীতে বগুড়া রেল স্টেশন বস্তিতে স্থানান্তর করা হয়।