• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
পথশিশুদের শিক্ষা সফর
পথশিশুদের শিক্ষা সফর


পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থী ও তাদের মা’দের নিয়ে গত ২৪ ডিসেম্বর নওগাঁর ডানা পার্ক ও সান্তাহারের সখের পল্লীতে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শহরের রেল স্টেশন বস্তি থেকে মিনিবাসে চড়ে শিশুদের নিয়ে যাত্রা শুরু হয়। প্রথমে ডানা পার্কে ভ্রমণ করা হয়।

পার্ক কর্তৃপক্ষ বিনা ফি তে শিশুদের পার্কে প্রবেশের ব্যবস্থা করেন। ভেতরে প্রবেশের পর পার্কের আকর্ষনীয় বিভিন্ন স্থাপনা দেখে আনন্দে মেতে ওঠে শিশুরা। বস্তি জীবনের কষ্ট ভুলে খুশির জোয়ারে ভাসতে থাকে শিশুরা।
পার্কের বিভিন্ন রাইড শিশুদের মন মাতিয়ে তোলে।


প্রায় দেড় ঘন্টা ডনা পার্কে অবস্থানের পর শিশুদের নিয়ে সখের পল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। পার্ক কর্তৃপক্ষ শিশুদের জন্য নামমাত্র ফি তে ভেতরে প্রবেশের ব্যবস্থা করেন।

এখানেও বিভিন্ন রাইড ঘুরে ঘুরে দেখে মজা পায় শিশুরা। পার্কের ভেতরে আকর্ষনীয় ট্রেন ভ্রমণে খুব মজা পায় ওরা। উল্লাসে মেতে ওঠে। এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

দুপুরের খাবার শেষে শিশু ও মায়েদের জন্য আকর্ষনীয় খেলাধুলার আয়োজন করা হয়। খেলার মধ্যে ছিল দৌড়, ব্যঙ দৌড়, মোরগ লড়াই এবং মায়েদের চাচী আগে নিজে বাঁচি (বেলুন ফাটানো)। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।


পুরস্কার বিতরণ করেন ফেসবুক ফ্রেন্ডস সোসাইটি বগুড়া’র সভাপতি মো: সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব বগুড়া’র প্রেসিডেন্ট মো: আব্দুল ওয়াদুদ, পথের দিশা ভাসমান স্কুলের সাধারণ সম্পাদক মো: শামীম আহমেদ, পরিচালক মোস্তফা মোঘল, গোলাম মোস্তফা ও আব্দুল আজিজ।