• Call: 01796680866, 01716948814
  • Email: mogholbogura@gmail.com
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

বগুড়া রেল স্টেশন বস্তিতে অবস্থিত পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদসামগ্রী বিতরন করেছে স্কুল কর্তৃৃপক্ষ। ১৮ জুলাই ২০২০ইং শনিবার সকালে পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি প্রভাষক মো: মহররম আলী ছাত্র-ছাত্রীদের মাঝে এসব ঈদসামগ্রী তুলে দেন।

ঈদসামগ্রীর মধ্যে ছিল এক কেজি (প্যাকেটজাত) পোলাওয়ের চাল, এক কেজি (প্যাকেটজাত) ময়দা এবং হাফ লিটার সয়াবিন তেল।

এসময় পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রভাষক মো: মহররম আলী বগুড়া ভয়েস .কম কে জানান, ঈদের পর পথের দিশার ভাসমান স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদপূণীর্মলনীয়র আয়োজন করা হবে। সুবিধা বঞ্চিত শিশুদের পোলাও-কোরমা, দুই-মিষ্টি এসব দিয়ে আপ্যায়ন করানো হবে। এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।